দ্রোহ অনলাইন ডেস্ক
প্রলংকরী ঘুর্ণিঝড় আম্পান উপকূলীয় জেলা সাতক্ষীরায় আঘাত হানতে শুরু করেছে।
বুধবার বিকাল ৪ টার কিছু পরে সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে শুরু করে আম্পান। শুরুর দিকে ঝড়ের গতিবেগ ২০-৩০ কিলোমিটার থাকলেও ইতোমধ্যে আঘাতের মাত্রা বাড়াচ্ছে আম্পান।
সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বুধবার রাত ৮টার দিকে সর্বোচ্চ ১৮০-২০০ কিলোমিটার গতিতে উপকূলে পূর্ণ আঘাত হানবে আম্পান।
তিনি জানান, বুধবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরা উপকূলে ২০-৩০ কিলোমিটার গতিতে ঝড়টি আঘাত হানতে শুরু করে। ধীরে ধীরে মাত্রা (গতিবেগ) বাড়ছে আম্পান। বর্তমানে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে আগাচ্ছে। রাত ৮টার দিকে উপকূলে পূর্ন শক্তি দিয়ে ঘণ্টায় ১৮০-২০০ কিলোমিটার গতিতে আঘাত হানবে।
সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী বলেন, ঘূর্ণিঝড় আম্পান উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। উপকূল অতিক্রম করে সামনে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপকূলীয় এলাকার এক লাখ ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।