খোকসায় বজ্রপাতে তিন মহিলা আহত

0
162
বজ্রপাতে আহত দুই নারী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় খোকসায় বিয়ে বাড়িসহ পৃথক বজ্রপাতে তিন মহিলা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের রেজা শেখের বাড়িতে মেয়ের বিয়ের অনুষ্ঠানিকতা চলছিল। হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বিয়ে বাড়ির পাশে বিকট শব্দে একটি বজ্রপাতের ঘটনা ঘটে। উৎসবে মেতে থাকা রাজ্জাকের স্ত্রী রাশিদা (৪৫) ও মন্টুর স্ত্রী লিপি (৪৫)আহত হয়। একই সময়য়ে একতার ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামের দবিরের স্ত্রী স্মৃতি (২৫) বজ্রপাতে আহত হয়। বজ্রপাতে আহতরা বাক শক্তি হরিয়ে ফেলে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। তাৎক্ষনিক ভাবে আহতদের মধ্যে স্মৃতি ও লিপিকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: প্রতিক সাহা জানান, রাশিদা সুস্থ্যবোধ করায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। বাঁকিদের রেফার্ড করা হয়েছে।