কুষ্টিয়ায় এএসআই’র গুলিতে নারী শিশুসহ তিনজন নিহত

0
160
কুষ্টিয়ার ট্রিপুল মার্ডারের ঘাতক এএসআই সৌমেন রায়

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরতলীর কাস্টমস মোড়ে পুলিশের এএসআই’র গুলিতে সাবেক স্ত্রী তার পুত্র প্রেমিকসহ তিনজন নিহত হয়েছেন।

রবিবার কাস্টমস মোড় এলাকার একটি মার্কেটের সামনে গুলিতে নিহতরা হলেন আসমা খাতুন (২৫), তার শিশু পুত্র রবিন (৬) ও বিকাশ কর্মী সাকিল খান (২৮)।

ঘটনাস্থল থেকে ঘাতক পুলিশের এএসআই সৌমেন রায়কে জনতা আটক করে পুলিশে দিয়েছে। তিনি বর্তমানে খুলনার ফুলতলা থানায় কর্মরত বলে জানা গেছে ।

প্রত্যদর্শিরা জানান, সকাল ১১টার পর তারা গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে শিশুটি পড়ে যায়। এরপর নারী ও এক পুরুষকে খুব কাছ থেকে গুলি করা হয়। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

ঘটনা স্থল থেকে জনতা ও মার্কেটের ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে ঘাতক পুলিশ সদস্যকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সপর্দ করা হয়।

নিহত বিকাশ কর্মী শাকিল খান কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের কারিগর পাড়ার মিজবারের ছেলে এবং অনার্স তৃতীয় বর্ষের শিার্থী ছিলেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার গুলিতে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, হত্যাকান্ডের ঘটনায় স্থানীয়রা সৌমেন রায় নামে একজনকে আটক করে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে মোস্তাফিজুর রহমান জানান, সৌমেন খুব কাছ থেকে পরপর তিন জনকে গুলি করে হত্যা করে।

পুলিশের একটি সূত্র জানায়, বছর দেড়েক আগে সৌমেনের সাথে আসমার বিয়ে হয়। কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়। সম্প্রতি সৌমেন কুষ্টিয়ার হালসা পুলিশ ক্যাম্প থেকে বদলি হয়ে খুলনার ফুলতলা থানায় যোগদান করেন। এর আগেও আসমার আরেকটি বিয়ে হয়েছিল বলে জানা গেছে। শিশু রবিন আসমার প্রথম পরে সন্তান ছিল।

নিহত শাকিলের পারিবারিক সূত্র জানায়, ঘাতক সৌমেন এর আগে একাধিকবার আসমার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য শাকিলকে হুমকি দেয়। পরিবারের দাবি শাকিলের সাথে আসমার প্রেমের সম্পর্ক থাকলেও তাদের বিয়ে হয়নি।

এদিকে পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র দাবি করেছে, সম্পর্ক ছিন্ন করা এবং শাকিলের সাথে সম্পর্কে জড়িয়ে পরার কারণে প্রতিশোধ নিতে সৌমেন এই হত্যাকান্ড ঘটিয়েছে।