ঘুষ নেয়ায় রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী বরখাস্ত

0
133

কুষ্টিয়া প্রতিনিধি

ঘুষ নেয়ার অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রফেল সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে আসেন। এক পর্যায়ে অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল তার কাছে ঘুষ চায় বলে তিনি অভিযোগ করেন। পরে ওই আইন কর্মকর্তার ভাইয়ের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন ওই কর্মচারী। বিএম রফেল এ ব্যাপারে তার নিজের ফেসবুক পেজে পোস্ট দিলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ বলেন, বিএম আব্দুর রফেল আমার দফতরে এসেছিলেন জমি রেজিস্ট্রি করতে। উনার কাজ দ্রæত করে দিই। তার ভাইয়ের কাছ থেকে অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল ঘুষ নিয়েছিল বলে অভিযোগ পাওয়ার পর আমি তাকে টাকা ফেরত দিতে বলেছি। আর এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে