কুষ্টিয়া প্রতিনিধি
দিনমুজুর হানিফ শেখ, ৩০ টাকা দরে ওএমএস’র পাঁচ কেজি চাল কিনে বাড়িতে ফিরছিলেন। পথমধ্যে তাকে বহনকারী ভ্যানটি দুর্ঘটনার কবলে পরে। রাস্তার ইট সুরকিতে মিশে যায় তার চাল। অবশেষে লকডাউনে কর্মহীন এই শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন ইউএনও।
রবিবার দুপুরে কুমারখালী পৌরসভার হল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিনমজুর হানিফ শেখ পৌর এলাকার খয়ের চারা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, টানা লকডাউনে বেকার হয়ে পরা শ্রমিকদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। তাদেও মতই শ্রমিক হানিফ শেখ। রবিবার দুপুরে ধারের টাকা নিয়ে সে ওএমএস’র চাল কিনতে থানা সদরে যান। সেখান থেকে ৫ কেজি চাল কিনে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে তার বহনকারী ভ্যানটি দুর্ঘটনায় পতিত হয়। চালসহ দিনমুজুর ছিটকে রাস্তায় পরে আঘাত পান। তার কেনা চাল রাস্তার ধুলা কাকড়ের সাথে মিশে খাবর অনুপযোগী হয়ে যায়। বিষয়টি নজর কারে আসে কুমারখালীর উপজেলা নির্বাহী অফিসার বিতান মন্ডলের। তিনি আহত শ্রমিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা সহ প্রধানমন্ত্রীর উপহারের ১১ পদের খাবার সম্বলিত একটি বস্তা ওই দিন মজুরের হাতে তুলে দেন। এর পর একটি ভ্যান ঠিক করে ভাড়া দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।
আহত দিনমজুর হানিফ শেখ জানান, শ্রমিকের কাজ করি। লকডাউনে কাজ নেই। ঘরে মজুদ টাকাও নেই। ধারের টাকায় পাঁচ কেজি ওএমএস চাল কিনে বাড়িতে ফিরছিলাম। এ সময় হল বাজার এলাকায় ভ্যানের ধাক্কায় চাল সহ তিনি পরে যান।
এমন সময় লাল খয়েরী একটি গাড়ি এসে থামল। সবাই বলছিল স্যার এসেছে স্যার এসেছে। প্রথমে ভয় পেয়েছিলাম। পরে দেখি সে খুব ভাল। আমার চিকিৎসা করল, খাবার দিল। আবার ভাড়া দিয়ে ভ্যানে তুলে দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, মানুষ হিসেবে বিপদে পড়া একজন মানুষকে সহযোগিতা করা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। আমি আমার দায়িত্ব পালন করেছি।