মিরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

0
130
চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যরা লিখিত অনাস্থা এনেছেন।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন মিরপুর উপজেলা পরিষদের পদস্থ এক কর্মকর্তা। তিনি জানান, উপজেলার আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার বিরুদ্ধে ইউপি সদস্যরা এ অনাস্থা আনেন। ভুয়া বিল ভাউচারে সরকারী ও পরিষদের নিজস্ব তহবিলের অর্থ আত্মসাতসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন পরিষদের সদস্যরা।

ইউপি সদস্যদের দেওয়া লিখিত অনাস্থা পত্রে বলা হয়েছে, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা ইউপি সদস্যদের ভাতা প্রদান করছেন না। ২০১৯-২০ অর্থবছরে কাবিটার অর্থে আমলা সাগরখালি আশ্রয়ন প্রকল্পের রাস্তা মেরামত ও কালভার্টের কাজ নি¤œমানের সামগ্রী দিয়ে করা হয়েছে এবং ভুয়া ভাউচারে সরকারি ও পরিষদের নিজস্ব তহবিলের অর্থ আত্মসাত করেছেন। এছাড়াও বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার েেত্র তিনি ভুক্তভোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়েছেন। অনাস্থা পত্রে, আমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ডের সদস্য সিদ্দিক আলী, ১নং সদস্য হাসমত আলী, ৫নং সদস্য আব্দুল হান্নান, ৬নং সদস্য রমজান আলী, ৮নং সদস্য আমান উলাহ আমান, ৯নং সদস্য রাকাত আলী, সংরতি ১,২,৩ ও ৪,৫,৬ নং সংরতি নারী সদস্যরা স্বার করেছেন ।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা বলেন, বিগত পাঁচ বছর কাটলো এতোদিন তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ হয়নি। মেয়াদ শেষ হয়ে গেছে। এখন রাজনৈতিক প্রতিহিংসা বশত তাঁকে হেয়-প্রতিপন্ন করার জন্য মিথ্যা এসব অভিযোগ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

এ ব্যপারে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, অনিয়মের অভিযোগ তুলে আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার বিরুদ্ধে ইউনিয়নের ৮ জন সদস্য লিখিতভাবে একটি অনাস্থাপত্র জমা দিয়েছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।