কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার

0
128

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার একটি মাঠের থেকে গলায় রশি পেঁচানো মৃতঅবস্থায় সাগর (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের বারইপাড়া কাঠালতলা এলাকার মাঠের মধ্যে একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পওে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। নিহত সাগর উজানগ্রাম ইউনিয়নের বারইপাড়া গ্রামের ফারুক মন্ডলের ছেলে।

নিহতের পিতা জানান, এক সন্তানের পিতা সাগর পেশায় রাজমিস্ত্রির জোগাল ছিল। সোমবার সকালে লাহিনী বটতলা এলাকায় ড্রেন নির্মাণ কাজের জোগাল দেওয়ার জন্য সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে বারইপাড়া কাঠালতলা এলাকার মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ফারুক মন্ডলের অভিযোগ প্রতিবেশী যুবক মিলনের কাছে সাগরের টাকা পাওনা ছিল। গত চার মাস আগে এ নিয়ে এলাকায় সালিশ বৈঠক হয। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মিলন ও তার সহযোগীরা এ হত্যাকান্ড ঘটিয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি (তদন্ত) আননুর জাহিদ জানান, লাশের গলায় রশি পেঁচানো ছিল। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হয়েছে।