কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে খরিদিয় জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তির আগেই মধ্যস্ততাকারীর লাশ কবরস্থানে নেওয়ার পথে হামলার করেছে প্রতিপক্ষ।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। মৃত দানেজ মন্ডল তিন ছেলেসহ চার জন এ হামলায় আহত হয়েছেন। পরে পুলিশ প্রহরায় লাশ দাফন হয়।
আহতদের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে সদ্য মৃত দানেজ মন্ডল মধ্যস্থতাকারী হয়ে খলিল প্রমাণিকের ২৪ শতাংশ জমি খালেক প্রামাণিকের কাছে বিক্রি করেন। দীর্ঘদিন পার হলেও সেই জমি রেজিস্ট্রি হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে দানেজ মন্ডল মারা যান ।
রাত ১১টার দিকে দানেজ মন্ডলের লাশ দাফনের জন্য চর ভবানীপুর কবরস্থানে নিয়ে যাত্রা করে পরিবারের লোকেরা। মৃতদেহ বহনকারীরা গ্রামের মজিবর মন্ডলের বাড়ির সামনে পৌছালে খালেক প্রামাণিকের লোকেরা হামলা চালায়।
এ হামলায় চর জগন্নাথপুর গ্রামের মৃত দানেজ মন্ডলের ছেলে রমজান মন্ডল (৫০), আমিরুল ইসলাম (৪০), আশরাফুল আলম (৩০) ও শাহিন আলম (৩০) আহত হন। পরে পুলিশ পাহারায় দানেজ মন্ডলের লাশ দাফন সম্পন্ন হয়।
হামলায় আহত আশরাফুল আলম জানান, তারা তিন ভাই ও ভাতিজা সোহেল মৃতদেহর খাটিয়া কাঁধে করে গোরস্থানে নেওয়ার পথে খালেক প্রামাণিকসহ তাঁর ভাই ও ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর এ হামলা চালায়। পরে পুলিশ প্রহরায় লাশ দাফন করা হয়।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত ব্যক্তির এলাকায় বেশ কিছু টাকা পয়সা দেনা রয়েছে। পাওনাদাররা পাওনা পরিশোধ না করে লাশ দাফনে বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশের সহযোগিতায় লাশ দাফন করা হয়। এ ব্যাপারে দানেজ মন্ডলের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।