সিরাজগঞ্জে আটটি বাস জব্দ

0
161
sirajganj-dro-24-p4-compressed
প্রিতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

গণপরিবহন বন্ধের সরকারি আদেশ উপেক্ষা করে যাত্রীবাহী বাস চলাচল করায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশ আটটি বাস জব্দ করেছে ।

সেতু পার হওয়ার সময় সেতুর তল্লাশি চৌকিতে এসব বাস জব্দ করা হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম বলেন, সরকারি আদেশ না মেনে মহাসড়কে চলাচল করায় আটটি বাস জব্দ করে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীসহ তিনটি, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী দুটি ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী তিনটি খালি বাস জব্দ করা হয়।

বাসগুলো সেতু পশ্চিম থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয় টি নিয়ে ঈদের পর সিদ্ধান্ত হবে।