ঝিনাইদহ জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

0
110

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ১৫ শতাংশ মহিলা সদস্য অন্তরভুক্তির বিষয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল আজাদ পান্নু, সদর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য আতিয়ার রহমান, আবু বক্কর বিশ্বাস, আব্দুর রাজ্জাক, জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা প্রমুখ নেতা বক্তব্য রাখেন।

সভায় জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ১৫ শতাংশ মহিলা সদস্য অন্তভুক্ত করা সিদ্ধান্ত নেওয়া হয়।