দ্রোহ অনলাইন ডেস্ক
বৈশ্বিক মহামারীর মধ্যে এবারের ঈদ এসেছে। এবার ঈদে সবাইকে ঘরে থেকেই উদযাপন করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।
রবিবার সন্ধ্যায় ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সবাইকে তিনি ঈদ মোবারক জানান। তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে। আমরা সবাই যেন স্বাস্থ্য বিধি অনুসরণ করে এবারের ঈদ পালন করি। দেশের এমন সংকটে সরকারের নেয়া নানা পদক্ষেপও তিনি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সব ধরনের গণ-জমায়েতের উপর বিধিনিষেধ আরোপের কারনে। স্বাভাবিক সময়ের মতো এবার ঈদুল ফিতর উদযাপন করা সম্ভব হবে না। মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করতে আহবান জানান তিনি। সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং টেলিফোন বা ভার্চুয়াল মাধ্যমে আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া যাবে।
প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহŸান জানিয়ে বলেন, ঈদের আগে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কিছু কিছু দোকানপাট খুলে দেয়ার অনুমোদন দিয়েছি। ব্যবসায়ী এবং ক্রেতারা নিজেদের সুরক্ষিত রাখবেন। ভিড় এড়িয়ে চলবেন।
আপনার সুরক্ষা আপনার হাতে। মনে রাখবেন আপনি সুরক্ষিত না থাকলে আপনার পরিবারও সুরক্ষিত থাকবে না, প্রতিবেশী সুরক্ষিত থাকবে না, দেশ সুরক্ষিত থাকবে না।
ঈদে ধনীদের অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহŸান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এই দুঃসময়ে আপনি আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর কথা ভুলে যাবেন না। আপনার যেটুকু সামর্থ্য আছে, তাই নিয়ে তাদের পাশে দাঁড়ান। তাহলেই ঈদের আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার ঘর এবং হৃদয়-মন।