স্টাফ রিপোর্টার
কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে খোকসা কালীবাড়ী প্রধান ফটকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে ব্যানারে মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে মন্দির চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু ফোরাম কুষ্টিয়ার আহবায়ক সুনিল চক্রবর্তী, খোকসা কালীবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, প্রকৌশলী দ্বিলীপ সেন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক মহাদেব বিশ্বাস মহন।
বক্তারা আসন্ন সার্বজনিন দূর্গা উৎসবের আগে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানের মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় তারা ব্যথিত। তারা দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের জোর দাবি করেন।