খোকসায় বিদ্যুতের আগুনে কৃষকের বাড়ি ভষ্ম

0
137

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিদ্যুতের সর্ট সার্কট থেকে সৃষ্ট আগুনে এক প্রান্তিক কৃষকের বসত বাড়িসহ সংসারে যাবতীয় পুড়ে ভষ্ম হয়ে গেছে।

সোমবার দুপুরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের থানা পাড়ার প্রতিবন্ধি প্রান্তিক কৃষক আক্কাস আলীর বসত বাড়ির বিদ্যুতের সার্ভিস মিটার ফেটে আগুনের সূত্রপাত হয়। মহুতের মধ্যে আগুন ছড়িয়ে পরে গোটা বাড়িতে। খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁচ্ছায়। কিন্তু অনেক চেষ্টার পর একটি ইঞ্জিন চালু হয়। ততক্ষনে কৃষক আক্কাস আলীর পরিবারের এক বছরের খাবারের ধান, নগদ টাকা, আসবাব পত্র, বিভিন্ন ফসলবীজসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্ম হয়ে যায়।

গৃহকর্তার স্ত্রী সামেরা খাতুন জানান, মাথার ব্যাথার কারণে তিনি শুয়ে ছিলেন। বিদ্যুতের মিটারের আগুন ধরতে দেখে তার ছোট মেয়ে চিৎকার দিয়ে ওঠে। নিজে আগুন নেভাতে চেষ্টা করেন। ফায়ার ব্রিগেডের গাড়িও এসেছিল কিন্তু তারা পানি দেয়নি।

খোকসা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোশারফ হোসেনের সাথে কথা বলার জন্য তার অফিসিয়াল ও ব্যক্তিগত মুঠো ফোনে কল করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেন নি।