কুমারখালীর কালীনদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0
110
উৎসুক জনতার ভির

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন শাহ’র মাজারের মাঠ সংলগ্ন কালীনদী থেকে ত্রিশ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা লালন শাহের মাজারের মাঠ সংলগ্ন কালীনদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে মৃতদেহটি উদ্ধার করে।

সকাল ১১ টায় এ রিপোট লেখা পর্যন্ত মৃতব্যক্তির নাম-পরিচয় সনাক্ত করা যায়নি। স্থানীয়দেও ধারনা ২-৩ দিন ধরে লাশটি নদীর পানিতে ডুবে ছিলো।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, সকালে স্থানীয়রা নদীতে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। লাশের নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানান।