মিরপুরে ইজি বাইকের উপর গাছ পড়ে বৃদ্ধের মৃত্যু

0
93

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী ইজি বাইকের উপর গাছ পড়ে মঞ্জু মন্ডল (৫৫) নামের এক বদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মনজু মন্ডল পৌরসভার তালতলা মহল্লার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে।

রবিবার দুপুরে ব্যাটারি চালিত ইজিবাইকে পাশ্ববর্তী নওদাপাড়া গ্রামে এক মৃত ব্যক্তির যানাযায় অংশ নিতে যাচ্ছিল। যাত্রীবাহী ইজি বাইকটি ভাঙ্গাবটতলা নামক স্থানে পৌঁছালে দুষস্কৃতিদের কাটা গাছের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধেও মৃত্যু হয়। এ সময় ইজিবাইকের আরো ৫ যাত্রী গুরুত্ব আহত হন।

স্থানীয়রা জানান, সংঘবদ্ধ দুষ্কৃতিরা দিনে দুপুরে ওই সড়কের গাছ কাটছিলো। এ সময় চলন্ত ইজিবাইকের উপড়ে কাটা গাছটি পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা সবুজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।