কালীগঞ্জে মিথ্যা মামলার আসামীদের সংবাদ সম্মেলন

0
137

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জের একই ব্যক্তির দায়ের করা ৩৫ মিথ্যা মামলায় ৩শ জনকে আসামী করার প্রতিবাদে অতিষ্ঠরা ঝাড়– মিছিল ও সংবাদ সম্মেলন করেছে।

সোমবার সকালে ১০ টায় উপজেলার বারফা গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গ্রামের ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে ঝাড়– মিছিল বের করা হয়। মিছিল ও সংবাদ সম্মেলনে কথিত মুক্তিযোদ্ধার সন্তান শামছুর রহমানের বিচারের দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশরাফুল ইসলাম খোকন। তিনি বলেন, প্রকৃতপে শামছুর রহমান এলাকার একজন চিহ্নিত ঠান্ডা মাথার প্রতারক ও মামলাবাজ। তার প্রতারণার শিকার গ্রামের অধিকাংশ মানুষ। সম্প্রতি সে সরকারী রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে ঘর করে। স্থানীয়রা চলাচলের অসিুবিধা সৃষ্টির বিষয় জানিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে আবেদন করে। এতে সে প্তি হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষদের সন্ত্রাসী বানানোর অপচেষ্টা চালিয়ে আসছে।

লিখিত বক্তব্যে তিনি আরো জানান, প্রতারক শামছুর রহমানের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযোদ্ধাদের তালিকা তার বাবার নাম নেই। কিন্ত সে নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবি করেন। তাদেও মিথ্যা প্রচারের ফলে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভাবমুর্তি নষ্ট হচ্ছে।

তিনি বলেন, তার মামলাবাজির হাত থেকে রা পায়নি গ্রামের হতদরিদ্র মানুষ। নিজের আপন চাচাতো ভাই নজরুল বিশ্বাসের নামে ৪/৫ টি, ইকবাল মন্ডল, নজরুল মন্ডলসহ আরও অনেক নিরীহ মানুষের নামে প্রায় ৩৫টি মিথ্যা হয়রানীমূলক মামলা করেছে। আর এসব মামলায় প্রায় ৩শ মানুষকে আসামী করেছে।

এ ব্যাপারে জানতে শামছুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তার ছোট ভাই সুমন ফোনে জানান, গ্রামে আমাদের অনেক জমি আছে। যা গ্রামের অনেকেই জোর করে দখলের মাধ্যমে ভোগ করে। সে জন্য আমরা মামলা দিই। তিনি আরও বলেন, আমরা সাংবাদিকদের কাছে মুক্তিযোদ্ধার সন্তান কখনও বলিনি। তারা কিভাবে লিখলো আমাদের জানা নেই।