কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ (৩০) নামের ইন্টারনেট সংযোগ মেরামতকারী এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সবুজ মোল্লা কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের পশ্চিম লাহিনী পাড়ার জালাল উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে সবুজ কেসি টিভি নামে একটি প্রতিষ্ঠান ইন্টারনেট লাইন মেরামতের জন্য আলাউদ্দিন নগরে আসেন। লাইন মেরামত করতে আলাউদ্দিন মোড়স্থ বিদ্যুতের পোলে ওঠেন। এক পর্যায়ে ওই পোলে বেশ কয়েকবার বিস্ফোরণের মত বিকট শব্দ হয়। এর পরপরই দেখা যায় সবুজ তারের সঙ্গে পেচিয়ে পোলে ঝুলে আছেন।
খবর শুনে তাৎণিক ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট বিদ্যুতের পোলে ঝুলে থাকা সবুজের মৃতদেহ উদ্ধার করে নিচে নামিয়ে নিয়ে আসেন। পরে পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মুক্তার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, কুমারখালী আলাউদ্দিন নগরে সবুজ নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।