ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
বুধবার ৪৬ তম জেল হত্যাদিবসে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী প্রতি শ্রদ্ধা জানাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।