স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় রবি মৌসুমে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু করা হয়েছে।
আসন্ন রবি মৌসুমে উপজেলার প্রায় ২৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও খেসারী ফসলের আবাদে উৎসাহ দিতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনার আওতায় বীজ সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪, খোকসা-কুমারখালী আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
মঙ্গলবার দুপুরে কৃষি অফিস চত্বরে এ উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাসুম মোরশেদ শান্ত, জিল্লুর রহমান প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।
উল্লেখ্য, চলতি অর্থবছরে উপজেলার ২৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।