খোকসার সংগীত শিল্পী সুশান্ত মজুমদার মারা গেছেন

0
218

স্টাফ রিপোর্টার

বিশিষ্ট নজরুল গীতির শিল্পী সুশান্ত মজুমদার (৬০) সড়ক দুর্ঘটনায় মারা গেছে। রাতেই তার শেষকৃত্ব অনুষ্ঠিত হবে। তিনি বাংলাদেশ বেতার খুলনার নিয়মিত শিল্পী ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের সুশান্ত মজুমদার এক শিক্ষার্থীর তালিম দেবার জন্য খোকসার নিজের বাড়ি থেকে কুষ্টিয়ার যাচ্ছিলেন। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মন্ডল ফিলিং ষ্টেশনের সামনে বিপরিত দিক থেকে আসার একটি দ্রতগতীর মাইক্রোবাস তাদের বহন কারী সিএনজিকে চাপা দেয়। এ সময় শিক্ষক সংগীত শিল্পী সুশান্ত মজুমদারসহ কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে (সুশান্ত) মৃতবলে ঘোষনা করেন।

এ দুর্ঘটনায় অপর আহত আসাদ (৩০)সহ ৪ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। গুরুতর আহত আসাদ খোকসা কোমরভোগ গ্রামের আকবর আলীর ছেলে।

সন্ধ্যায় তার মৃতদেহ খোকসা কালীবাড়িতে আনা হলে সাংস্কৃকিত কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আজ মঙ্গলবার রাতে খোকসা মহাশ্মশানে প্রয়াত এই সংগীত সাধকের শেষ কৃত্য অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। প্রয়াত এই শিক্ষক ও শিল্পীর মৃত্যু কুষ্টিয়া ও রাজবাড়ী সংগীত শিক্ষার্থীদের জন্য অপুরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করে খোকসা উপজেলা সাংস্কৃতি উসাসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। তিনি এই গুনী শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেণ। এ ছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কয়েক বছর আগে সংগীত শিল্পী সুশান্ত মজুমদার ট্রাকের চাপায় আহত হন। এবার দ্বিতীয় দফায় আবার তিনি সড়ক দুর্ঘটনায় পরেন। তার জীবন অবসান হয়।

সুশান্ত মজুনদারের কণ্ঠের গান দেখুন -https://www.youtube.com/watch?v=ti4Tt_YvXTE