খোকসার বেতবাড়িয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা বিজয় হতে পারে

0
165
সমজোতার পর করমর্দন

স্টাফ রিপোর্টার

বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থীর সাথে একমাত্র স্বতন্ত্র প্রার্থীর সমজোতা বৈঠকের পর মনোনয়ন প্রত্যাহারের ঘোষনা এলো বলে বৈঠকে উপস্থিত সূত্রে জানা গেছে। ফলে এ ইউনিয়নে নৌকার প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা উজ্জল হলো।

উপজেলার দুই নদীর মাঝে বেতবাড়িয়া ইউনিয়ন। মাত্র ৫ হাজার ভোটারের এই ইউনিয়নে ২৬ ডিসেম্বর চতুর্থবার নির্বাচন হতে যাচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির বড় নেতাদের বাস এই ইউনিয়নে। ইউনিয়নটি প্রথম দিকে বিএনপির দখলে থাকলেও বিনা প্রতিদ্ব›িদ্বতাসহ দুই দফায় নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

আসন্নœ ইউপি নির্বাচনে তার বিরুদ্ধে তেমন প্রার্থী ছিল না। তফশীল ঘোষনার পর উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটির ১ নম্বর সদস্য নূরুল আজম খান জামি এ ইউনিয়নের চেয়ারম্যান পদের মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেন। এক পর্যায়ে শেষ দিনে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এর পর নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থী বিরোধে জড়িয়ে পরেন। বৃহস্পতিবার রাতে এ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। হামলা ও কয়েকটি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। গ্রামবাসীদের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীর সাথে নৌকা প্রতিকের প্রার্থীর মধ্যে সজোথার উদ্যোগ নেওয়া হয়।

সমজোতার টেবিলে দুই প্রার্থী

এ সমজোতা বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গ্রামভিত্তিক সৃষ্ট জটিলতা নিরশনে স্থানীয়দের মধ্যস্ততায় শুক্রবার বিকালে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদে সমজোথা বৈঠক বসেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী ও নৌকা প্রতিকের প্রার্থী উপস্থিত ছিলেন। এলাকায় স্থিতাবস্থা ফিরিয়ে আনতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নূরুল আজম জামি প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন।

কৃষকলীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী নূরুল আজম খান জামির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয় কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে তার প্রধান নির্বাচর্নী এজেন্ট প্রকৌশলী মোঃ হিমেল খান ফারুক জানান, এলাকায় স্থিতি ফিরিয়ে আনতে স্বতন্ত্র প্রার্থী জামি মনোনয়ন প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন। তিনি প্রত্যাহার করে নেবেন।

নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার বলেন, গ্রামবাসীদের মাধ্যমে নিজেদের মধ্যে একটা কথা হয়েছে। প্রার্থীতা প্রত্যাহারের সময় পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি।