দ্রোহ অনলাইন ডেস্ক
রংপুরের পীরগঞ্জে বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন আরো সাতজন।
সোমবার ঈদের দিন উপজেলার শানেরহাট ইউনিয়নের বাজার এলাকার এক মদ ব্যবসায়ীর কাছ থেকে এলাকার নানা বয়সী মানুষ মদ কিনে পান করে। এদের মধ্যে অধিকাংশ অসুস্থ্য হয়ে পরে। তাদের কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবার কাউকে বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে মদ্যপদের ৬জন মারা যায়। কিন্তু পরিবারের লোকেরা তড়িঘড়ি করে মৃতদের দাফন ও সৎকার করে। পরে বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়।
ঈদের দিন সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় পাহাড়পুরের সেলিম মিয়া (৫০) মারা যায়। অন্যরা মারা যায় মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত। এদের মধ্যে রয়েছেন – শানেরহাট ইউনিয়নের খোলাহাটি গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫), রায়তি সাদুল্যাপুর গ্রামের দুলা মিয়া (৫০), বড় পাহাড়পুর গ্রামের জায়দুল হক (৩৫), হরিরাম সাহাপুর গ্রামের লুলু মিয়া (৩০) এবং মিঠাপুকুর উপজেলার বাজিতপুর গ্রামের চন্দন কুমার (৩০)।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন, ধল্লাকান্দির খালেক (৫০), আকবর (৪৫) ও মিলন মাস্টার (৫২), কাজীর পাড়ার খোড়া শাহিন (৪২) ও খোলাহাটির ডিস মতিন (৩৬) রয়েছেন।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু বলেন, মৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। এদের মধ্যে সদ্য জেল ফেরত আসামীও রয়েছে।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। তদন্ত শেষে মৃত্যুর ঘটনা উদঘাটন হবে।
রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, মদের উৎস এবং মদ সরবরাহকারীকে খুঁজে বের করতে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।