খোকসার ৫ চেয়ারম্যান ও ২২ মেম্বার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

0
202

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ চেয়ারম্যান ও ২২ সাধারণ সদস্য (মেম্বর) পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিন বিকাল পর্যন্ত চেয়ারম্যান পদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন বেতবাড়ীয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরুল আজম খান, ওসমানপুর ইউনিয়নের শরীফ হোসেন, আমবাড়ি ইউনিয়নে হাবিবুর রহমান ও আব্দুস সামাদ এবং গোপগ্রাম ইউনিয়নে আবুল কালাম।

এ ছাড়া ৯ ইউনিয়নের মোট ২২ জন সাধারন সদস্য (মেম্বর) পদপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

২৬ ডিসেম্বর উপজেলার ৯ ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে ৪০ জন চেয়ারম্যান, ২৮০ জন ও সংরতি আসনে সদস্য পদে ৯৬ প্রতিদ্ব›দ্বীতা করছেন।

বেতবেড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারসহ মাত্র দুইজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সোমবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন নুরুল আজম খান প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। আর এ সুবাদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার দ্বিতীয় বার বিনা প্রতিদ্ব›দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন। তবে এবার দিয়ে মোট তিনবার তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন।