কুমারখালীতে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

0
120

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর একটি আবাসন প্রকল্পের ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর হাতের আঙ্গুলে জড়ানো ছিল বিদ্যুতের তার আর স্বামী ঝুলেছিল ঘরের আড়ায়।

রবিবার কয়া আবাসনের একটি ঘর থেকে পুলিশ তাদের মৃতদেহ দুটি উদ্ধার করে। মৃতরা কয়া আবাসন-২ এর জামাল শেখের ছেলে সুমন শেখ (২৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুন সনি (২০)।

আবাসনের সভাপতি আজিবর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সুমনের বাবা তাকে ফোন দিয়ে কান্নাকাটি করলে তিনি দোকান বন্ধ করে বাড়িতে এসে দেখেন সুমনের স্ত্রীর হাতের আঙ্গুলে বৈদ্যতিক তার পেঁচানো অবস্থায় মেঝেতে এবং সুমনের নিথর দেহ ঘরের আড়ার সাথে ঝুলে আছে। পরে গ্রাম্য ডাক্তার এসে পরীা-নিরীা করে দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত সুমনের বাবা জামাল শেখ জানান, তিনি তার ছেলের ঘরের ভিতর থেকে দুই বছর বয়সী নাতির কান্নার আওয়াজ শুনে বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ছেলের বউকে কারেন্টের তার আঙ্গুলে পেঁচানো মৃত অবস্থায় দেখতে পান। আর ঘরের আড়ার সাথে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান।

নিহত গৃহবধূ সোনিয়ার পিতা খোকসা উপজেলার হিলালপুরের লিটন হোসেন জানান, আইসক্রিম বিক্রেতা সুমনের সাথে ৪ বছর আগে তার মেয়ের বিয়ে হয়। তাদের ২ বছরের একটি ছেলে আছে। তার জামাই ও মেয়ের মধ্যে ভালো সম্পর্ক ছিলো বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, আপাতদৃষ্টিতে ঘটনাটিকে আতœহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।