চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। তীব্র শীত উপো করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষদের বিপদে পরতে হয়েছে। আগুন জ্বালিয়ে শীতার্ত মানুষদের শীত নিবারণ করতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ বছরে এটিই দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, সোমবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আরও কয়েকদিন থাকবে। এ তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।