কুষ্টিয়ায় তিলের খাজা কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

0
124

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের মিলপাড়ায় গড়াই নদীর তীরে নির্মাণাধীন ইকো পার্ক থেকে তিলের খাজা তৈরীর কারখান এক শ্রমিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে নিহত শ্রমিক সবুজ মন্ডল (২২) এর লাশটি পুলিশ উদ্ধার করে। সে শহরের পূর্বমিলপাড়া এলাকার হায়দার আলীর ছেলে ও স্থানীয় একটি তিলের খাজা কারখানা শ্রমিক ছিলেন।

নিহতের বাবা হায়দার আলী জানান, সবুজ স্থানীয় একটি তিলের খাজা কারখানায় কাজ করে। মঙ্গলবার দিনগত রাতে কারখানায় কাজে যাওয়ার পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে রাত একটার দিকে কারখানা থেকে অজ্ঞাত একজন সবুজকে ডেকে নিয়ে যায়।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেম বা পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।