ভোটের প্রস্তুতি

0
179
পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গ্রামের রাস্তা

সম্ভাবনা আর শঙ্কা নিয়ে ৪র্থ ধাপে খোকসার ইউনিয়ন গুলোতে ভোট গ্রহনের শেষ সময়ের (শনিবারের) প্রস্তুতু ছিল লক্ষনীয়। প্রার্থীর কর্মীরা ব্যস্ত ছিল কেন্দ্র ও তার চারপাশ পোষ্টার লাগানো নিয়ে। অন্যদিকে সুষ্ঠ ভোট গ্রহনে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের ব্যস্ততা। সব খানেই সাজ সাজ বর। ক্যামেরায়-নাহিদুজ্জামান শয়ন।

বাঁশের মই দিয়ে সুতলিতে পেষ্টার লাগাচ্ছে এক কিশোর
আইন শৃঙক্ষলা রক্ষাকারী বাহিনীর প্রস্কুতি
খোকসা জানিপুর স্কুল মাঠে রিকুজেশন করা গাড়ির লম্বা লাইন
ইভিএম-এ মগ ভোট গ্রহন।
আইন শৃঙ্ক্ষলা রক্ষার দায়িত্ব প্রাপ্ত নারী আনসার সদস্যদের অপেক্ষা।
কেন্দ্রে যাওয়ার আগে  কাগজ-পত্র সাজিয়ে নিচ্ছেন কেন্দ্রের কর্মকর্তারা।
ইভিএম মেশিন কেন্দ্রে পাঠানো হচ্ছে।
কেন্দ্রে নেওয়া হচ্ছে।