সম্ভাবনা আর শঙ্কা নিয়ে ৪র্থ ধাপে খোকসার ইউনিয়ন গুলোতে ভোট গ্রহনের শেষ সময়ের (শনিবারের) প্রস্তুতু ছিল লক্ষনীয়। প্রার্থীর কর্মীরা ব্যস্ত ছিল কেন্দ্র ও তার চারপাশ পোষ্টার লাগানো নিয়ে। অন্যদিকে সুষ্ঠ ভোট গ্রহনে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের ব্যস্ততা। সব খানেই সাজ সাজ বর। ক্যামেরায়-নাহিদুজ্জামান শয়ন।







