কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে চতুর্থ ধাপের ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
কুমারখালীর ১১ ইউনিয়নে ১২৩ টি কেন্দ্রের মধ্যে ৮০ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ৫৩ টি অধিক ঝুঁকিপূর্ণ ঘোষনা দেয়া হয়। তবে বড় কোন দুর্ঘটনা ছাড়াই ভোট গ্রহন শেষে বেসরকারী ফলাফল ঘোষনার প্রস্তুতি চলছে।
কুমারখালী উপজেলায় বেসরকারী ফলাফলে ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন কয়া ইউনিয়নের নৌকার প্রার্থী সাদিয়া জামিল কনা, বাগুলাট ইউনিয়নের নৌকার প্রার্থী আজিজুল হক বিশ্বাস নবা, সদকী ইউনিয়নে নৌকার প্রার্থী মিনহাজুল আবেদিন দ্বীপ, নন্দলালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান খোকন, চাপড়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী এনামুল হক মঞ্জু, চাঁদপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রাশিদুজ্জামান তুষার, জগন্নাথপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল বাকী বাদশা, পান্টি ইউনিয়নের বিএনপির হাফিজুর রহমান হাফিজ, শিলাইদহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গাজী হাসান তারেক বিপ্লব, চরসাদিপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মেসের আলী খান ও যদুবয়রা ইউনিয়নে নৌকার প্রার্থী মিজানুর রহমান মিজান।