খোকসায় দুই ট্রেন মুখোমুখি, প্রাণে রক্ষা পেলো কয়েকশ যাত্রী

0
344

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা স্টেশনে এক লাইনে যাত্রী ও মালবাহী দুটি ট্রেন মুখোমুখি হয়ে পরেছিল। অল্পের জন্য ৩ শতাধিক যাত্রী রক্ষা পেলো।

বুধ্বার সকাল পেনে ৯ টার দিকে দর্শনা থেকে ফরিদপুর গ্রামী পাথর বোঝাই একটি মাল ট্রেন খোকসা ষ্টেশনের ১ নম্বর লাইনে পৌচ্ছায়। এ সময় গোয়ালনন্দ ঘাট থেকে পোড়াদাহ গামী সাটল ট্রেনটির চালক সিগনাল উপেক্ষা করে স্টেশনের প্লাট ফর্মে ঢুকে। ফলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়। এ সময় সার্টল ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার চেচামেচী শুরু করে। অবশেষে ৫০ মিটারের ব্যবধানে ট্রেন দুটি দাঁড় করানো হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সার্টল ট্রেনের ৩ শতাধিক যাত্রী।

এ সময় স্টেশনে অপক্ষমান ও ট্রেনের যাত্রীরা ষ্টেশন মাষ্টার এবং সার্টেল ট্রেনের চালকের উপর চড়াও হয়। পরে রেল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যান্ত পাথর বোঝাই ট্রেনটি খোকসা স্টেশনে অপেক্ষারত ছিল।

ষ্টেশনের সিগনালম্যান আক্তার হোসেন জানান, সার্টেল ট্রেনের চালক হোম সিগনাল উপেক্ষা করে ওভারসুট করে সরাসরি ১ নম্বর লাইনে ঢুকে পরে। এ সময় ১ নম্বর লাইনে পাথর বোঝাই অপর একটি মাল ট্রেন ঢুকছিল। ফলে দুই ট্রেন মুখোমুখি হয়ে পরে। সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছিল। তিনি দাবি করেন যে দুর্ঘটনা ঘটছিল তা শুধুই সার্টেল ট্রেনের চালকের ভুলে।

স্টেশন মাষ্টার এস এম মুনির জানান, ঘনো কুয়াশার কারনে ড্রাইভার সিগনাল দেখতে না পায়ায় ঘটনাটি ঘটেছিল। চালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।