খোকসায় কৃষক-কৃষাণীদের দুই দিনের প্রশিক্ষণের উদ্বোধন

0
143

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কৃষক-কৃষাণীদের দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়। উপজেলার ৩০ জন প্রান্তিক কৃষক কৃষাণী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

বুধবার সকালে কৃষি অফিসের হলরুমে ২ দিনের এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্ধোধন করেন উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) বিষ্ণু পদ সাহা।

সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা।

বৃহস্পতিবার বিকালে কৃষক কৃষাণী প্রশিণ শেষ হবে।