ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মাঠে বৃদ্ধাকে ধর্ষনের পর হত্যার ঘটনায় এক ব্যক্তিকে আটক করে আইন শৃংক্ষলা বাহীনির হাতে সপর্দ করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্য দিনের আলোয় সদর উপজেলার পোড়াহাটী গ্রামে বৃদ্ধা বিবিজান নেছা (৫৫)কে ধর্ষন ও হত্যা করা হয়। নিহত বৃদ্ধা পোড়াহাটী গ্রামের আনু মিয়ার স্ত্রী।
জনতার হাতে আটক ধর্ষক ইয়াদ আলী (৪৫)। সে নড়াইল সদর উপজেলার বিল ডুমুরপাড়া গ্রামের চাঁদ মোল্লার ছেলে।
ধর্ষিত বৃদ্ধার ভাতিজা আফজাল হোসেন জানান, দুপুরে তার চাচি বিবিজান নেছা গ্রামের একটি পুকুর পাড়ে ছাগলের জন্য ঘাষ কাটতে যায়। এ সময় ইয়াদ আলী বৃদ্ধাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে এবং তার দুই হাত ভেঙ্গে দেয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এই নৃশংস ঘটনা দেখতে পেয়ে ধর্ষক ইয়াদ আলীকে আটক করে র্যাবের হাতে সোপর্দ করে। এদিকে মুমুর্ষ অবস্থায় বিবিজান নেছাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বৃদ্ধা মারা যায়।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইয়াদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। তাকে কিছুটা অপ্রকৃতিস্থ ও মাদকাসক্ত বলে মনে হচ্ছে।