কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট নূরুল ইসলাম দুলাল সভাপতি ও অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে আইনজীবী সমিতির ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মীর সানোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন দুই সহকারী নির্বাচন কমিশনার আশরাফ হোসেন ও মঞ্জুরুল আলম ।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির (ভবন ২) নিচ তলায় উকিল বারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গননার পর ভোটের ফল ঘোষণা করা হয়।
ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট নূরুল ইসলাম দুলাল ১৯২ ভোটে পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আদালতের পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অনুপ কুমার নন্দী ১৫৮ ভোট পেয়েছেন। একই পদে অপর প্রতিদ্ব›দ্বী হারুন অর রশিদ ৪৮ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু ২০৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ পদে অপর দুই প্রার্থী হাসানুল আসকার হাসু ১৭৮ ভোট ও মাহাতাব উদ্দিন ১৫ ভোট পেয়েছেন।