কুমারখালী প্রতিনিধি
কুমারখালীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে না জানিয়েই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাসার মো. আব্দুল মুত্তালিব নিজেই বুঝে নিলেন পুন:নির্মিত ভবন ! অথচ ওই ভবন পুন:নির্মাণ কাজের জন্য জায়গা হস্তান্তর করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন। এ নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অভ্যন্তরে চলছে নানাগুঞ্জন।
খোঁজ নিয়ে জানাগেছে, সম্প্রতি প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যয়ে (ঠিকাদারী প্রতিষ্ঠান- মেসার্স এ এস কনস্ট্রাকশন ঈশ্বদী পাবনা) যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির পুন:নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। এই পুন:নির্মিত ভবনটি নিজের বরাবর বুঝে দেওয়ার জন্য কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাসার মো. আব্দুল মুত্তালিব গত ৭ ফেব্রæয়ারী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. মিজানুল হককে চিঠি দেন। তিনি চিঠিতে উল্লেখ করেন যে, তাঁর কার্যালয় হতে ওই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ভুমি উন্নয়ন কর নিয়মিতভাবে পরিশোধ করা হচ্ছে এবং সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ ওই ভবনে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের (স্যাকমো, এফপিআই, এফডবিøউভি) নামে পৃথক পৃথক কক্ষ বরাদ্দ দিয়েছেন। এ ছাড়াও ওই ভবনে স্বাস্থ্য বিভাগের স্থায়ী কোন কর্মকর্তা কর্মচারী পদায়ন নেই। তিনি ওই চিঠিতে আরো উল্লেখ করেন যে, স্থাপনাটি পরিবার পরিকল্পনা বিভাগের অথচ ভবন পুন:নির্মাণের সময় জায়গা হস্তান্তর নেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট থেকে। উক্ত কিনিকটি যেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর হস্তান্তর করা হয়।
এ প্রেক্ষিতে গত ৯ ফেব্রæয়ারী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. মিজানুল হক উক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর হস্তান্তর করতে জেলা স্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলমকে চিঠি দেন।
এদিকে, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম গত ১৭ ফেব্রæয়ারী কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার চিঠির আলোকে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালককে চিঠি দিয়ে জানান যে, ভুমি উন্নয়ন কর পরিশোধের রশিদ সহ প্রয়োজনীয় কাগজ পত্র পর্যালচোনা করে দেখা যায় যে, ভবনটি পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন। উক্ত ভবনটির পুন:নির্মাণ কাজ গত ৩০-১১-২০২১ তারিখে সমাপ্ত হয়েছে। বর্তমানে ওই ভবনটি ব্যবহার ও স্বাস্থ্য সেবা প্রদানে উপযোগী। সে কারণে পুন:নির্মিত ভবনটি হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন জানান, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি পুন:নির্মান কাজ শুরুর আগে জায়গা হস্তান্তর করেছি। কিন্তু পুন:নির্মিত ভবনটি হস্তান্তরের ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পুন:নির্মিত এই ভবন বুঝে নিয়ে পারেন না। এ বিষয়ে সিভিল সার্জন মহোদয়সহ সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।
এ ব্যাপারে কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাসার মো. আব্দুল মুত্তালিব জানান, আসলে আমি ভুল করেছি। আর কেন ভুল করলাম তা বলতে পারবো না। তবে ইতোমধ্যেই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়কে চিঠি দিয়ে জানিয়েছেন যে, পুন:নির্মিত উক্ত ভবনটি জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ভুলবশত তার বরাবর (প:প: কর্মকর্তা) হস্তান্তর করেছেন।