মেহেরপুরে মুজিবনগর দিবস পালিত

0
158
ছবি সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এ সময় শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্থানীয় সংসদ সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধা এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে শেখ হাসিনা মঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার, স্কাউট ও গার্লস গাইড দল গার্ড অব অনার প্রদর্শন করে। এরপর কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয় মুজিবনগর দিবসের মূল আনুষ্ঠানিকতা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদর্শন করা হয় গীতি নাট্য ‘জল মাটি ও মনুষ’।