কুমারখালীর গড়াই নদীতে ডুবে খালা-ভাগ্নীর মৃত্যু

0
152
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে খালা ও তার ভাগ্নীর মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

জানা গেছে, সপ্তম শ্রেণির ছাত্রী মিম কুমারখালীর জিলাপিতলা গ্রামে তার নানা আব্দুল গফ্ফারের বাড়ি বেড়াতে আসে। সোমবার দুপুরে তারা বাড়ির পাশের গড়াই নদীতে গোসেলে নামে। এক পর্যায়ে মিম নদীর পানিতে ডুবে যায়। চামেলী তাকে উদ্ধারের চেষ্টা করে সে ডুবে যায়। পরে কুমারখালী ফায়ার ষ্টেশনের একটি দল অভিযান চালিয়ে প্রথমে মিম (১৩) এর মৃতদেহ উদ্ধার করে। পরে চামেলী (৩২) এর মৃতদেহ উদ্ধার করে।

নিহত মিম খোকসা উপজেলার দুধরাজপুর গ্রামের মাসুদ রানার মেয়ে। সে মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। নিহত চামেলী একই উপজেলার সন্তোষপুর গ্রামের তারিক হোসেনের স্ত্রী। নিহতরা সম্পর্কে খানা এবং ভাগ্নী।

খালা-ভাগ্নীর শলিল সমাধির করুন দৃশ্য প্রত্যক্ষ করলো একই সাথে গোসেলে আসা পরিবারের ৮/১০ জন সদস্যসহ নদী তীরের মানুষ। প্রথমে মিম নদীর পানিতে ডুবে যেতে থাকে তাকে পরিবারের সবাই উদ্ধারের চেষ্টা করে। তারা সবাই নদীতে ডুবে যেতে থাকে। নদী তীরের মানুষ তাদের উদ্ধার করলেও মিম এবং তার খালা চামেলীকে উদ্ধার করতে পারেনি। পরে প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর দু’জনের নিথর দেহ উদ্ধার করে ফায়ার স্টেশনের কর্মীরা।

কুমারখালী ফায়ার স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিকালে উদ্ধার কাজ শেষ করে স্থানীয় মেম্বরের উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।