স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় পূর্ব বিরোধ ও নির্বাচন দ্বন্দ্বের জের ধরে পৃথক পৃথক হামলায় এক সাবেক মেম্বরসহ ৪ নারী পুরুষ আহত হয়েছেন।
শনিবার দুপুরে পূর্ব বিরোধের জের ধরে ওসমানপুর ইউনিয়নের কলপাড়ার সাবেক মেম্বর ওয়াজেদ আলীর উপর মসজিদের প্রবেশ পথে হামলা করে বেধরক মারপিট করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এক পর্যায়ে মসজিদে উপস্থিত মুসল্লী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
একই দিনে দুপুরে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখ পাড়া বিহারিয়া গ্রামে ইউপি নির্বাচনী দ্ব›েদ্বর জের ধরে রওশন আলী নামের এক কৃষকের পরিবারের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ ঘটনায় কৃষক রওশন (৫৭) তার স্ত্রী রোকশানা খাতুন (৪৫) ও তাদের ছেলে আলীম (২৪) আহত হয়। হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওয়াজেদ আলী জানান, প্রতিপক্ষের সন্ত্রাসীরা গত ২ বছরে তার বাড়িতে কমপক্ষে ৫ বার হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুট তরাজ করেছে। শনিবার দুপুরে তিনি বাড়ি পাশের সমজিদে নামাজ আদায়ের জন্য যান। সন্ত্রাসীরা মসজিদের গেটে তার উপর হামলা করে বেধরক মারপিট করে। তিনি আহত অবস্থায় থানায় মামলা দিতে গিয়েছিলেন। এর আগের হামলা ও লুটের ঘটনায় তিনি প্রত্যেকবার মামলা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু অজানা কারণে এসব হামলার ঘটনায় থানা শুধু একবার মামলা নিয়েছে।
আরো পড়ুন – ঝিনাইদহে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী নিহত
হাসপাতালে চিকিৎসাধিন কৃষক রওশনের স্ত্রী রোকশানা জানান, নির্বাচনের পর প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার পরিবারকে ২৮ দিন বাড়িতে আটকে রেখেছিল। অবশেষে খালের ওপর বাঁশের সাঁকো বেঁধে বাড়ি থেকে বেড় হওয়ার পথ তৈরী করেন। কিন্তু শরিবার সকালে প্রতিপক্ষ সে সাঁকোটি ভেঙ্গে ফেলার চেষ্টা করে। তিনি বাঁধা দিতে গেলে তার পরিবারে লোকদের উপর হামলা চালায়।
এ ব্যাপারে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।