পাংশায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

0
149
pangsha-dro-30--p1-compressed
পাংশায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ছবি - দ্রোহ।

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশা উপজেলায় করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে এমপি পূত্র আশিক মাহমুদ মিতুলের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হওয়া এই মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সদস্য ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডাঃ এ এফ এম শফিউদ্দীন পাতা, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সরদার অতুর, দীপক কুন্ডু, সাবেক চেয়ারম্যান আব্দুস সোহবান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমুখ।

উল্লেখ উদ্বোধনের প্রথম দিনে পাংশা পৌর শহরের বিভিন্ন এলাকায় দুইটি ফগার মেশিন ও ৬টি জীবানুনাশক স্প্রে মেশিন দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।