কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় শহড় তলিতে সংসারের খরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে ছেলের হাতে প্রাণ দিতে হলো বাবাকে।
শুক্রবার প্রত্যুশে কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়ায় ছেলের হাতে বাবু হোসেন (৪২) খুন হন।
নিহত বাবু হোসেন চর মিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি ঢাকায় ফেরি করে খেলনা বিক্রি করতেন। ঢাকা থেকে দু’দিন আগে বাড়ি ফিরেছেন। অভিযুক্ত রমিজ হোসেন (১৮) নিহতের দ্বিতীয় পুত্র। সে দঁড়ি তৈরীর মিলের শ্রমিক।
আরো পড়ুন – খোকসায় চার ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দু’দিন ধরে সংসারের খরচের টাকা চাওয়া কেন্দ্র করে বাবা ও ছেলে মধ্যে বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার সকালে দু’জনের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি ও তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে রমিজ বাঁশ দিয়ে আঘাত করলে বাবু হোসেন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।