পাংশার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

0
131
pangsha-dro-31--p4-compressed
পাংশায় ইউপি বাজেট ঘোষনা।

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর, যশাই ও শরিসা ইউনিয়ন পরিষদের ২০-২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে শরিসা ইউনিয়নের ১ কোটি ৪৫ লাখ ১৮ হাজার ৪শত ৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়।

পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাস এ বাজেট ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইকবাল হোসেন, মকবুল হোসেন, হারুন অর রশিদ, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, কামাল হোসেন, মিলন গাজী, মনোয়ার মন্ডল, জিয়া মোল্লা, ও মহিলা আসনের সদস্য মনোয়ারা বেগম, নাছিমা খাতুন, শিরিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলন করেন ইউপি সচিব ফরহাদ আহম্মেদ।

pangsha-dro-31--p4-compressed
পাংশায় ইউপি বাজেট ঘোষনা।

শনিবার সকাল ১০ টায় যশাই ইউনিয়ন পরিষদের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট অধিবেশেন অনুষ্ঠিত হয়। আসন্ন অর্থবছরে জন্য ১ কোটি ৫৬ লক্ষ ০১ হাজার ৪ শত ৩৮ টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক সরদার।

ইউপি সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় এ বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, স্থানীয় শিক্ষক প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ বভিন্ন শ্রেণী পেশার মানুষ।

গত বৃহস্পতিবার অনুরুপ এক অধিবেশনের মধ্য দিয়ে কলিমহর ইউনিয়ন পরিষদের আগামী ২০-২১ অর্থবছরের ১কোটি ৩৯ লক্ষ ৬২ হাজার ১ শত ৫৮ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল মন্ডল।

ইউপি সচিব শাহীনুর রহমানের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল আলী, মোছাঃ সেলিনা খাতুনসহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, স্থানীয় শিক্ষক প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।