কুমারখালী প্রতিনিধি
কুমারখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা। উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঞ্চালনায় এ কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু ও গণমাধ্যম কেএমআর শাহীন বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আরো পড়ুন – ঝিনাইদহে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে র্যালী অনুষ্ঠিত
সভায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য অংশগ্রহণ কারীদের সুপারিশ গ্রহণ করা হয়। কর্মশালায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শিক ও সাংবাদিক সহ নানা শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।