ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় জানিক হোসেন (৪৮) নামে একজন খুন হয়েছেন।
শনিবার রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে প্রতিপ হামলা চালিয়ে মুমূর্ষ অবস্থায় জানিককে ফেলে যায়। তিনি ওই গ্রামের ইবাদত হোসেনের ছেলে। নিহত জানিক একটি হত্যা মামলার আসামি ছিলেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের জুলফিকার কাইসার টিপুর সমর্থক।
আরো পড়ৃন – দেশের সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় ৩৬.২
এলাকাবাসী জানায়, শনিবার রাতে প্রতিপ তাকে উপর্যুপরি কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটা ৩০ মিনিটের দিকে তিনি মারা যান।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগের দুই গ্রæপের আধিপত্য বিস্তার ও দলাদলি ঘটনার জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে।