কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনকে জরিমানা

0
200
KUSHTIA-DRO-02-P2-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে শ্যামলী পরিবহনের কুষ্টিয়া কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় শহরের মজমপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান নিজেই যাত্রী সেজে স্থানীয় শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টার খোঁজ খবর নেন। এ কাউন্টারের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমান মেলায়
পরিবহনের কর্তৃপক্ষকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, সরকার নির্দ্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত ২০ শতাংশ ভাড়া আদায় করার তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৮০ ধারা মোতাবেক সতর্কতামূলকভাবে জরিমানা করো হয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন বলেন, গণপরিবহনে সরকারি আদেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নজরদারি করতে মাজিস্ট্রেটসহ বিআরটি কর্মকর্তাদেও সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের টিম মাঠে রয়েছে। প্রতিটি বাস কাউন্টার জীবাণুমুক্ত করার এবং তাপমাত্রা পরিমাপক যন্ত্রের ব্যাবহার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।