কুমারখালীতে মসজিদে আর্থিক অনুদানের চেক বিতরণ

0
150
Kumarkhali-dro-02-p3-compressed
কুমারখালীতে অনুদানের চেক বিতরণ

কুমারখালী প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে কুমারখালী উপজেলার ৩৯০টি মসজিদের অনুকুলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুুপুরে ইসলামিক ফাউন্ডেশন কুমারখালীর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ অর্থ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদান করা হলো।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান। এ সময় কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ সহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে মসজিদের ইমামদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।