ঝিনাইদহে প্রকাশ্যে কাঁচিদিয়ে কুপিয়ে আলমসাধু চালককে হত্যা

0
105

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে চায়ের দোকানে বসা নিয়ে বিরোধের সূত্র ধরে সবুজ হোসেন (৩০) নামে এক আলম সাধুর চালককে (স্যালো ইঞ্জিন চালিত যানবাহন) কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

সোমবার সকালে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে এ হত্যাকান্ড ঘটানো হয়। নিহত সবুজ হোসেন কোটচাঁদপুর শহরের হাইস্কুল পাড়ার আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় আলম সাধুর চালক।

প্রত্যদর্শীরা জানায়, আলমসাধু চালক সবুজ স্কুলের পাশের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় শহরের সলেমানপুর দাসপাড়া এলাকার শামছুদ্দিনের ছেলে আলম হোসেনের সাথে সেখানে বসা নিয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতে থাকা কাঁচি দিয়ে কুপিয়ে আলম পালিয়ে যায়। সবুজকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আরো পড়ুন – কুমারখালীতে ১৩ স্বেচ্ছাসেবী সংগঠন পেল অনুদান চেক

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারী আলম মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে সে মাদকসেবন করে আসছে। এতে কিছুটা মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। ঘটনার পর সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি।