খোকসায় ডায়াবেটিস সেন্টার উদ্বোধন

0
131

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জানিপুর-শোমসপুর সড়কের কাদিরপুরে রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার ও ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি’র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ রশিদ-ই-মাহাবুব।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এস আর খান, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সদস্য রফিকুল ইসলাম খান, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহসানুল হক নবাব। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কুষ্টিয়া শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি হেলথ লিমিটেডের পরিচালক ফারুক আজম ও তার স্বধর্মিনী রাবেয়া খানম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, আবু তালেব ডিগ্রী কলেজের অধ্য রায়হানুল হক সুলতান, ড. আমানুর আমান, রবিউল আলম বাবুল, মোহাম্মদ আলী, জিল্লুর রহমান, নাজিমুজ্জামান, নুরুজ্জামান, প্রিন্সসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

আরো পড়ুন – খোকসায় শিক্ষক দিবস পালিত

এ দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।