ঝিনাইদহে বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ

0
117

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব যৌথ এ অভিযান চালায়। এ সময় বকতিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের এসএসপি শফিকুর রহমান জানান, শহরের আরাপপুর এলাকার একটি বাসায় বিক্রয় নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ করার সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সীমা ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধ জব্দসহ আটক করা হয় ব্যবসায়ী বকতিয়ার রহমানকে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।