নীল কুঠি

0
285
histrocal-dro-4p-7-compressed

সাহেবী আমলে খোকসার হিজলাবটে গড়াই নদীর তীরে গড়ে তোলা হয়েছিল নীল কুঠিটি। এই জনপদ ছিল নীল চাষের জন্য প্রসিদ্ধ। আর এ জন্য কৃষকের উপর সাহেবদের কড়া শাসন আর শোসন চলেছে দীর্ঘ যুগ ধরে। সেই রক্ত চক্ষুর দগদগে ক্ষত চিহ্ন রয়েছে গ্রাম জুড়ে।

 

histrocal-dro-4p-9-compressedএই ইট পাথরের দেয়ালে ঘেরা বিশাল স্থানে শুকানো হতো উৎপাদিত নীল। দেয়াল গুলো গ্রাস করেছে দখলদারা।