কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পাঁচ পুলিশ সদস্যসহ ৮ জনের করোনা সনাক্ত হয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার তিন জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৯২ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে পূর্বের একজন এবং নতুন ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত পাঁচ পুলিশ সদস্য রয়েছেন। এর আগে গত ২৯ মে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ পুলিশ ক্যাম্পের এক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলে ওই পুলিশ ক্যাম্পটি লকডাউন ঘোষণা করা হয়।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার পাঁচ পুলিশ সদস্যসহ নতুন করে ৮ জন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, কুষ্টিয়া পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত পাঁচ পুলিশ সদস্য বুধবার স্বেচ্ছায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এসে পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। আক্রান্ত ওই পাঁচ পুলিশ সদস্য বর্তমানে কুষ্টিয়া পুলিশ লাইনেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। অন্য দুই জেলা মেহেরপুর এবং চুয়াডাঙ্গায় নতুন করে কেউ আক্রান্ত শনাক্ত হয়নি।
কুষ্টিয়া পুলিশ লাইনের পাঁচ পুলিশ সদস্য ছাড়াও শহরের থানাপাড়া এলাকায় ৩৫ বছর বয়সী ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কম্পানীতে কর্মরত একজনের করোনা শনাক্ত হয়েছেন। এছাড়াও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন ওটি বয় এবং দৌলতপুরের উপজেলার হোগলবাড়িয়ার আরো একজনের করোনা শনাক্ত হয়েছে।
করোনা শনাক্ত পাঁচ পুলিশ সদস্যের বয়স ২০- ৪০ বছরের মধ্যে। শনাক্ত সবাই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় অদ্যাবধি ৯৮ জন কোভিড রোগী শনাক্ত হল।