খোকসায় মুক্তিযুদ্ধা মেমোরিয়াল যাদুঘরের নির্মান কাজের উদ্বোধন

0
134

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ঐতিহাসিক মুক্তিযুদ্ধা মেমোরিয়াল যাদুঘরের নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সরকারী জমিতে মুক্তিযুদ্ধা মেমোরিয়াল যাদুঘর নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস, দৈনিক কুষ্টিয়ার সম্পাদক আমানুর আমান, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিথিরা মুক্তিযুদ্ধা মেমোরিয়াল যাদুঘরের জন্য নির্ধারিত স্থানে মাটি কেটে নির্মান কাজের উদ্বোধন করেন।

উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ইলজিইডি’র বাস্তবায়নাধীন প্রকল্পটির নির্মান ব্যয় ধরা হয়েছে ১কোটি ৫৩ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মাঙ্গন কনষ্টস্ট্রাসন ফার্ম নির্মান কাজ করছে।