প্রতিবেশীদের মারামারি ঠেকাতে গিয়ে কিশোর নিহত

0
168
kumarkhily-dro-05-p-7-compressed

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে প্রতিবেশীদের মধ্যে মারামারি ঠেকাতে গিয়ে সম্রাট (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।

উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আটরশি পাড়ায় খুনের ঘটনাটি ঘটেছে। নিহত সম্রাট এ গ্রামের দুলাল খাঁ’র ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব শক্রতার জের ধরে চলতি মাসের প্রথম দিনের সকালে গ্রামের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির থেকে মারামারি শুরু হয়। এ সময় মারামারি ঠেকাতে গিয়ে সম্রাট আহত হয়। গুরুতর আহত অবস্থায় সম্রাটকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সম্রাটের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে মারামারি হয়। ঠেকাতে গিয়ে সম্রাট গুরুতর আহত হয়। রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন সম্রাটের মৃত্যুর বিষয়টি তিনিই নিশ্চিত করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর আঘাতে সম্রাট নামের এক কিশোর নিহত হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।